ফেসবুকে ‘হোয়েল’

২০ নভেম্বর, ২০১৯ ১৪:৩৭  
ছবি, টেক্সট, ইফেক্টসহ নানা টুল ব্যবহার করে মিম তৈরির সুবিধা দিয়ে আইফোন ব্যবহারকারীদের জন্য হোয়েল নামে নতুন একটি অ্যাপ উন্মুক্ত করেছে ফেসবুক। তবে শুরুতেই অ্যাপটি ব্যবহারের সুবিধা পাচ্ছেন কানাডার ব্যবহারকারীরা। ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, ফেসবুকের নতুন পণ্য নির্মাতা টিমটির তৈরি অ্যাপটি পরীক্ষামূলকভাবে ছাড়া হয়েছে। এটি পরীক্ষার পর তা চালু করা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। একইভাবে এটি শুরুতে ফ্রি থাকলেও আগামীতে পেইড হবে না তাও নিশ্চিত করে বলা যাবে না। ফেসবুকের জন্য অ্যাপটি তৈরি করেছে নিউ প্রডাক্ট এক্সপেরিমেন্টেশন (এনপিই) টিম। অ্যাপটির ভেতরে কয়েক ধরনের গ্রিড, খালি ক্যানভাস লেআউট, ইমোজি ও কাস্টমাইজড স্টিকার অপশন রয়েছে। এছাড়া মিম তৈরির জন্য এতে নানা রকম সম্পাদনার টুল যুক্ত হয়েছে। ব্যবহারকারী চাইলে রিয়েল টাইম ছবি তুলে মিম তৈরি করতে পারবেন। এ ছাড়া স্টক ইমেজ গ্যালারি ব্রাউজ করে ছবি ব্যবহার করতে পারবেন। নানা রকম ইমোজি, ফিল্টার ও বিশেষ ইফেক্ট যুক্ত করে আরও বেশি রসাত্মক তৈরি করা যাবে হোয়েল অ্যাপের মাধ্যমে। এসব মিম তৈরির পর তা ফেসবুক ও মেসেঞ্জারে শেয়ার করা যাবে।